- শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আউটডোরে ও জরুরী বিভাগে টিকিটের মুল্য দ্বিগুন, রুগী সেবা ব্যাহত
- মোংলায় ছিন্নমূল অসহায়দের ইফতার দিলেন ওসি
- যশোরে এনটিভির ক্যামেরাপারসন শামীমকে মারপিটে অভিযুক্ত সাকিব আটক
- নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনায় ওসি রফিকুলকে প্রত্যাহারের পর এবার অবসরে পাঠানো হলো
- বেনাপোলে ফেনসিডিল ও মোটরভ্যানসহ এক মাদক বিক্রেতা আটক
- সন্ত্রাসী হামলার শিকার এনটিভির ক্যামেরাপারসন শামীম
- যশোরের নাথপাড়ায় মানবতার ভ্যান থেকে ২শত মানুষের মাঝে ইফতার বিতরণ
- করোনায় কবরীর মৃত্যুর পর এবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছেলে
- বোরো মৌসুমে কৃষকদের ধান কেটে দিতে দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ
- ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত
» আজ ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২০ | রবিবার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস। একাত্তরের আগুনঝরা এ দিনে কলারোয়া এলাকা পাক হানাদার বাহিনী মুক্ত হয়।
কলারোয়ার আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিকামী মানুষের উল্লাসে মুখোরিত হয় পাকবাহিনীর ধ্বংসযজ্ঞে ক্ষত-বিক্ষত কলারোয়া।
সূত্রমতে, মহান মুক্তিযুদ্ধে কলারোয়ার ৩৪৩ জন বীরসন্তান অংশ নেন। এর মধ্যে শহিদ হন ২৭ জন। কলারোয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসী সংগ্রাম পরিষদ।
কলারোয়া এলাকা ছিল মুক্তিযুদ্ধে ৮নম্বর সেক্টরের অধীন। একাত্তরে কলারোয়া এলাকায় পাকবাহিনীর আক্রমণে সর্বপ্রথমে শহিদ হন মাহমুদপুর গ্রামের আফছার সরদার। এরপর এপ্রিলে পাকবাহিনী কলারোয়ার পালপাড়ায় হামলা চালিয়ে গুলি করে মর্মান্তিকভাবে হত্যা করে ৯ জন কুম্ভকারকে।
পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম যুদ্ধ পরিচালনা করেন কলারোয়ার ২ বীর যোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দ্নি ও আব্দুল গফফার। সাতক্ষীরার ভোমরা সীমান্তে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধে ৬ শতাধিক পাকসেনা নিহত হয়।
কলারোয়ায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কয়েকটি বড় ধরনের সম্মুখ যুদ্ধ হয়। এর মধ্যে ১৮ সেপ্টেম্বরের বালিয়াডাঙ্গা যুদ্ধ উল্লেখযোগ্য।
এ যুদ্ধে ২৯ জন পাকসেনা নিহত হয়। শহিদ হন ১৭ বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ১৭ সেপ্টেম্বর কলারোয়ার কাকডাঙ্গার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রচন্ড আক্রমণের মুখে পাকসেনারা কাকডাঙ্গা ঘাঁটি ছাড়তে বাধ্য হয়। এর আগে ২৭ আগষ্ট সমগ্র চন্দনপুর এলাকা পাকবাহিনী মুক্ত হয়।
অক্টোবরের শেষ দিকে মুক্তিযোদ্ধারা কলারোয়ার পাশ্ববর্তী বাগআঁচড়ায় হামলা চালিয়ে ৭ পাক রেঞ্জারকে হত্যা করেন। খোরদো এলাকাও বীর যোদ্ধারা পাকবাহিনীমুক্ত করে ফেলেন।
কলারোয়ার বীরযোদ্ধাদের লাগাতার সফল অপারেশনের মুখে কোনঠাসা হয়ে পড়ে পাকবাহিনী। পাক হানাদাররা যখন বুঝতে পারলো যে তাদের পরাজয় নিশ্চিত ও আসন্ন তখন তারা ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করে।
এরই অংশ হিসেবে ৫ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কলারোয়ার বেত্রবতী নদীর লোহার ব্রীজ মাইন বিস্ফোরণে উড়িয়ে দিয়ে পাকসেনারা পালিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিজয়ী মুক্তিযোদ্ধারা নৌকা যোগে নদী পার হয়ে এসে কলারোয়া বাজার নিয়ন্ত্রণে আনেন।
সময় তখন ভোর ৫ টা ১৫ মিনিট। এভাবে একেকটি সফল অপারেশনের মধ্য দিয়ে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কবল থেকে কলারোয়ার মাটিকে মুক্ত করেছিলেন আজকের এ দিনে।
কলারোয়া থানা চত্বরে পাকিস্তানের পতাকা নামিয়ে সবুজের বুকে রক্তসূর্য খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান মুক্তিকামী বীরযোদ্ধা ও জনতা। শুধু মুক্তিযোদ্ধারা নন কলারোয়ার মুক্তিযুদ্ধের সংগঠক দের কথা মানুষের স্মৃতিপটে আজও অমলিন। তারা মেধাও প্রজ্ঞা দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনাার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের প্রতিও জাতি জানায়, সশ্রদ্ধ সালাম। তারা হলেন, মমতাজ আহম্দে, তার ভাই শহিদ এসএম এন্তাজ আলি, স্বর্গীয় শ্যামাপদ শেঠ, ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ, বিএম নজরুল ইসলামসহ অনেকেই।
মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আত্মত্যাগ ও সংগঠকদের সুচিন্তিত দিক নির্দেশনায় অবশেষে কলারোয়ার পবিত্র ভূমি পাক হানাদার বাহিনী মুক্ত হয় ৬ ডিসেম্বর।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কলারোয়া উপজেলা কমান্ডের কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্মৃতিচারণমূলকসভা ও দোয়ানুষ্ঠান।
এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার
[hupso]সর্বশেষ খবর
- শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আউটডোরে ও জরুরী বিভাগে টিকিটের মুল্য দ্বিগুন, রুগী সেবা ব্যাহত
- মোংলায় ছিন্নমূল অসহায়দের ইফতার দিলেন ওসি
- যশোরে এনটিভির ক্যামেরাপারসন শামীমকে মারপিটে অভিযুক্ত সাকিব আটক
- নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনায় ওসি রফিকুলকে প্রত্যাহারের পর এবার অবসরে পাঠানো হলো
- বেনাপোলে ফেনসিডিল ও মোটরভ্যানসহ এক মাদক বিক্রেতা আটক
সর্বাধিক পঠিত খবর
- শার্শার উলাশীতে স্ত্রীর পরকীয়ায় বলী হলেন বিদেশ ফেরত স্বামী
- “যশোরের ঝিকরগাছার পল্লিতে স্কুল ছাত্রী ধর্ষনের বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ”
- যশোরের শার্শায় শিক্ষাঙ্গন ঘিরে বখাটেদের উৎপাত বাড়ছে
- সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে
- যশোরে ছাত্রলীগ নেতা শামীম রেজাকে পুলিশ পরিচয়ে গ্রেফতার,অস্বীকার করছে পুলিশ!!
এই বিভাগের আরো খবর
- শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আউটডোরে ও জরুরী বিভাগে টিকিটের মুল্য দ্বিগুন, রুগী সেবা ব্যাহত
- মোংলায় ছিন্নমূল অসহায়দের ইফতার দিলেন ওসি
- যশোরে এনটিভির ক্যামেরাপারসন শামীমকে মারপিটে অভিযুক্ত সাকিব আটক
- বেনাপোলে ফেনসিডিল ও মোটরভ্যানসহ এক মাদক বিক্রেতা আটক
- সন্ত্রাসী হামলার শিকার এনটিভির ক্যামেরাপারসন শামীম