সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।
পরে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন ছাত্রলীগ নেতারা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের কাছে এসেই সকল দিক নির্দেশনা নিয়ে যেতেন।’
পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ উন্নতি করতে পারে, সেটা যারা মেনে নিতে পারেননি, তারাই এখনও চক্রান্ত করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
করোনা মহামারি ও সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।