ভারতের মুম্বাইয়ে সচিন চৌহান যা করেছেন তা অভিনব। প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। খবর মিড ডে ডটকম।
পেশায় গাড়িচালক ৫৫ বছর বয়স্ক সচীন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুম্বাইয়ের পূর্ব মালাড অঞ্চলের তিন সন্তানের জননী ও তার চেয়ে তিন বছরের বড় এক নারীর সাথে। ওই নারী তার মা ও সন্তানদের সাথে সেখানে থাকতেন।
তারা বিবাহিত না হওয়ার ফলে ছিল না কোনো সামাজিক স্বীকৃতি। আর এ নিয়েই ওই নারীর মা সচীনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন।
এ নিয়ে রবিবার (২২ নভেম্বর) তাদের মাঝে ঝগড়া হলে প্রেমিকাকে ছুরিকাঘাত করে আহত করেন তিনি। তারপর নিজের মুখে বোমাপুরে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই স্থানীয় কুপার হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।