পরে, বেনাপোল স্থলবন্দর, কাস্টম, ইমিগ্রেশনে যাত্রীদের কোভিড-১৯ স্ক্যানিং ব্যবস্থাপনা, বেনাপোল ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শণ করেন।
এদিন, প্রথম প্রহরে যশোর জেলা প্রশাসক তমিজুল খান শার্শা উপজেলা চত্ত্বরে পৌছালে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে, বেনাপোল ইউনিয়ন পরিষদে পৌছালে চেয়ারম্যান বজলুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। একেক করে প্রতিটি দপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ করেন।
ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শণকালে জেলা প্রশাসকের সাথে এসময় উপস্হিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, বেনাপোল ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাঈদ মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।