- চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকাএবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ
- যশোর জেলা পরিষদ মার্কেটে অগ্নিকান্ড, ক্ষতিপূরণ দাবী ব্যবসায়ীদের
- শার্শাার আমলাই রাজমিস্ত্রির হেলপারের কাজের কথা বলে বের হয়ে এখনো বাড়ী ফেরেনি বিপ্লব
- রাজশাহীতে ভিপি নুরের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- রামপালের সেই বিতর্কিত সাংবাদিকের বিরুদ্ধে কেসিসি মেয়রের মামলা,বাকী দুজকে অন্তর্ভূক্ত করার দাবী মানুষের
- কাজিপুরে সুপেয় পানি চাওয়াকে কেন্দ্র করে মারপিটের শিকার মেম্বর সহ তিন জন
- শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আউটডোরে ও জরুরী বিভাগে টিকিটের মুল্য দ্বিগুন, রুগী সেবা ব্যাহত
- মোংলায় ছিন্নমূল অসহায়দের ইফতার দিলেন ওসি
- যশোরে এনটিভির ক্যামেরাপারসন শামীমকে মারপিটে অভিযুক্ত সাকিব আটক
- নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনায় ওসি রফিকুলকে প্রত্যাহারের পর এবার অবসরে পাঠানো হলো
» শালিসি বৈঠকে প্রকাশ্য ৪জনকে কুপিয়ে দিব্যি ডিউটিরত আছে,পুলিশের এক এএসআই
প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২০ | রবিবার

জমি সংক্রান্ত বিরোধের জেরে বসা পারিবারিক শালিসে প্রতিপক্ষের মা সহ তিন সহোদরকে বীভৎস ভাবে কুপিয়ে জখম করেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বেপরোয়া আঘাতে ক্ষত-বিক্ষত দুই সহোদর কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মাথা, চোয়াল ও ডান হাতের কব্জি কেটে গিয়ে চির পঙ্গুত্বের দিকে ধাবিত হচ্ছেন আহতদের একজন।
গুরুতর আহতরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের রং মহল এলাকার মরহুম ডা. আবু তাহেরের ছেলে হাফেজ আবু দারদা (৩৫), আবদুল্লাহ আল নোমান (৩০), কামরুল হাসান, তাদের মা রহিমা আক্তার, তার ছেলের বউ ইয়াছমিন আক্তার।
এএসআই বখতিয়ার বৈরাগীরখীল গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। তিনি বর্তমানে উখিয়ার ময়নারঘোনা ক্যাম্পে দায়িত্বরত রয়েছেন। রবিবারও তিনি ক্যাম্পে দিব্যি ডিউটি করেছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
আহতদের মধ্যে, মাথা, চোয়াল ও ডান হাতের কব্জি কেটে গিয়ে চিরপঙ্গুত্বের দিকে যাচ্ছেন হাফেজ আবু দারদা। ঘাড়ের রগের বেশ কিছু অংশ কেটে গেছে আবদুল্লাহ আল নোমানের। হামলাকারী এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো ও আহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
১৭ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বৈরাগীরখীল এলাকায় সংগঠিত ঘটনায় পুলিশ কর্মকর্তাকে প্রধান করে আহতদের পরিবার মামলা করে। কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তার স্ত্রী এবং ওই মামলার আসামি রেহেনা পারভিন লিপিকে বাদি বানিয়ে আহতদের আসামি করে থানায় পাল্টা মামলা করেছেন। ফলে ঘটনার ৭দিন অতিবাহিত হলেও আহতদের মামলার প্রধান আসামি এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টো গ্রেফতার হননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এএসআই বখতিয়ারের মামা এবং আহতদের চাচা ছৈয়দুল হক মুরাদ বলেন, পারিবারিক বন্টনের বিরোধীয় জমি নিয়ে ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত শালিস বসে। বৈঠকে দু’পক্ষ তর্ক-বিতর্কে জড়ায়। এক পর্যায়ে আকস্মিক ভাগিনা পুলিশ কর্মকর্তা বখতিয়ার ও জসিম ধারালো কিরিচ হাতে দলবল নিয়ে ভাতিজা হাফেজ আবু দারদা, নোমানদের ওপর হামলা করে। উপস্থিত সবার সামনেই বখতিয়ারের কিরিচের কোপে ক্ষত-বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আমার ভাতিজারা। আইনের লোক হয়ে বখতিয়ারের এমন কাজ সবাইকে হতবাক করেছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান জানান, আবু দারদা ও নোমান নামে চিকিৎসাধীন দু’জনের অবস্থা গুরুতর ছিল, এখন সুস্থের পথে। তবে, আবু দারদার মাথা, চোয়াল ও ডান হাতে কোপানোর জখম মারাত্মক। চিকিৎসায় সেরে উঠলেও ভবিষ্যতে তিনি স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবেন কিনা সন্দেহ আছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান ঘটনা এবং মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোকে প্রধান আসামি করে হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন আহত আবদুল্লাহ আল আরমান। আর দু’পক্ষের হামলা যেহেতু এএসআই বখতিয়ার তার স্ত্রীকে বাদি করে প্রতিপক্ষকে আসামি পাল্টা মামলা করেছে। উভয় মামলা তদন্তাধীন রয়েছে।
এক ঘটনায় দুটি মামলা নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওসি বলেন, দু’পক্ষ আত্মীয়। খোঁজ নিয়ে জেনেছি হামলার ঘটনা নোমানরাই শুরু করে। কিন্তু পুলিশ সদস্য বখতিয়ার মারাত্মক ভাবে কুপিয়ে অপরাধ গুরুতর করেছেন। তার শাস্তি অবধারিত। আমি উপর মহলকে লিখিত জানিয়েছি। তার কর্মস্থলে সেই তথ্য পৌঁছালে হয়তো ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সম্পর্কে জানতে এএসআই বখতিয়ার উদ্দিন ভুট্টোর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি সম্পর্কে জানতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন, ঘটনাটি জেনেছি-বখতিয়ার রাঙ্গামাটি জেলায় কর্মরত। কিন্তু ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে সে ডিউটিতে যুক্ত থাকার কথা নয়। মামলা নথিভূক্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু হবে। তাকে দুটাই মোকাবিলা করতে হবে। ঘটনা প্রমাণিত হলে, সাসপেন্ড হবে এতে সন্দেহ নেই। ঘটনার বর্তমান অবস্থা জেনে তার বিষয়ে আপডেট জানানোর কথা বললেও তিনি আর কথা বলেননি।
ইত্তেফাক/এসি
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার
[hupso]সর্বশেষ খবর
- চলতি বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকাএবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ
- যশোর জেলা পরিষদ মার্কেটে অগ্নিকান্ড, ক্ষতিপূরণ দাবী ব্যবসায়ীদের
- শার্শাার আমলাই রাজমিস্ত্রির হেলপারের কাজের কথা বলে বের হয়ে এখনো বাড়ী ফেরেনি বিপ্লব
- রাজশাহীতে ভিপি নুরের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- রামপালের সেই বিতর্কিত সাংবাদিকের বিরুদ্ধে কেসিসি মেয়রের মামলা,বাকী দুজকে অন্তর্ভূক্ত করার দাবী মানুষের
সর্বাধিক পঠিত খবর
- শার্শার উলাশীতে স্ত্রীর পরকীয়ায় বলী হলেন বিদেশ ফেরত স্বামী
- “যশোরের ঝিকরগাছার পল্লিতে স্কুল ছাত্রী ধর্ষনের বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ”
- যশোরের শার্শায় শিক্ষাঙ্গন ঘিরে বখাটেদের উৎপাত বাড়ছে
- সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে
- যশোরে ছাত্রলীগ নেতা শামীম রেজাকে পুলিশ পরিচয়ে গ্রেফতার,অস্বীকার করছে পুলিশ!!
এই বিভাগের আরো খবর
- “নেশা করার টাকা না পেয়ে আপন বড় ভাইকে গুলি করে হত্যা করলো ছোট ভাই”
- ঝিকরগাছার কোমরচান্দায় ফুফুকে টাকা দিয়ে জমি না পেয়ে প্রতারিত ও হয়রানীর স্বীকার এক ভাইপো”
- ঝিকরগাছায় বৃদ্ধা মহিলার লাশকে পুঁজি করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
- বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় সামটা গ্ৰামে করোনা জীবাণুনাশক স্প্রে কার্যক্রম
- সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে